ভোজপুরী সিনেমা তবে তিনি সকলের কাছে নিরাহুয়া নামেই পরিচিত। বর্তমানে মানুষ বেশ পছন্দ করছেন শুধুমাত্র যারা ভোজপুরি সিনেমা দেখতে পছন্দ করেন বা যারা ভোজপুরী ভাষার মানুষ আছেন, তারা নয়, গোটা ভারতবর্ষ এমনকি বিদেশের মানুষেরাও কিন্তু এই ধরনের গান বেশ পছন্দ করছেন। আর এক একটি ছবি ইউটিউবে আসার পরেই একেবারেই সকলের যেন ঝাঁপিয়ে পড়েন, সেই ছবিটি দেখার জন্য। ভোজপুরি সিনেমা জগতের মধ্যে অন্যতম হলেন দীনেশ লাল যাদব এবং আরো আছেন অনেকে তবে বর্তমানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অনেক আগ্রহ পাচ্ছেন এই সিনেমায় আসার জন্য।
বর্তমানে ভোজপুরী সিনেমাকে একেবারে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছেন দীনেশ লাল যাদব। তবে শুধুমাত্র তিনি নয়, ভোজপুরি জগতে এখন অনেক অনেক নতুন মুখ দেখা যাচ্ছে, তাছাড়া পুরনো তো রয়েছেই খেসারি লাল যাদব, পবন সিং আরো অনেকে। নতুন মুখের মধ্যে উল্লেখযোগ্য হল অরবিন্দ আকেলা কাল্লু। তবে শুধুমাত্র যে ভোজপুরী দর্শকরাই তাকে তার ফ্যান আছেন, এমনটা কিন্তু নয়, কারণ ইউটিউবে দেওয়ার পর তা পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন জায়গায়। তাহলেই বোঝা যাচ্ছে, শুধুমাত্র বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, ছত্রিশগড় নয় সারা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তার ফ্যান।
ভিডিওগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র নতুন গান এর ভিডিও না, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরী সিনেমা জগতের তিনি থাকলেই যে কোন গান একেবারে সুপার-ডুপার হিট হয়ে যায়। তার মত তারকা এই ভোজপুরি সিনেমা জগতে খুব একটা দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটি গান ইউটিউবে একেবারে সুপার-ডুপার হিট তবে দেরি না করে আমাদের পেজেও দেখে ফেলুন তার অসাধারণ রোমান্টিক সং।
সম্প্রতি ‘পালং টুট যায়’ নামের ভোজপুরী গানে দেখা গেল অরবিন্দ আর তনুশ্রী চ্যাটার্জীকে। গানের প্রথমেই দেখা গেল, নায়িকা খুব সুন্দর গোলাপি রঙের একটি শিফন শাড়ি পরেছেন তার উপরে রয়েছে হলুদ প্রিন্টেড ব্লাউজ। এতটাই পাতলা শাড়ি তিনি পরেছেন যে পোশাকের ফাঁক দিয়ে কিন্তু তার শরীরের সমস্ত অংশটাই দেখা যাচ্ছে। যা দেখে কিন্তু পুরুষ মনে রীতিমতন ঝড় উঠে গেছে, আর অন্যদিকে নায়কের পরণে ছিল আকাশী রংয়ের পোশাক এবং সাদা জিন্স। ভিডিওতেই দেখা যাচ্ছে, তারা দুজনেই ভীষণ রোমান্টিক মুডে আছে না তা দেখে কিন্তু দর্শক মহলেও রীতিমতো উত্তেজনা শুরু হয়ে গেছে আবারও বালাম এই ছবির গানটি গেয়েছেন হানি বি। ওয়েব মিউজিক নামক youtube চ্যানেলের মাধ্যমে ভিডিওটি সকলের কাছে পৌঁছে গেছে। পাঁচ বছর আগে ভিডিওটি এক কোটি মানুষের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে। তবে আর দেরি না করে আপনিও দেখে নিতে পারেন অসাধারণ এই ভিডিওটি।