পুজোর আগে ধামাকা খবর, ভারতীয় গাড়ি বাজারে শোরগোল ফেলে দিয়েছে নতুন লঞ্চ হওয়া এই বাইক

ভারতে বৈদ্যুতিক যানবাহনের জনপ্রিয়তা ক্রমে বাড়ছে। সেটা দুই চাকার বাহনের ক্ষেত্রে হোক বা চার চাকার গাড়ির ক্ষেত্রে। মানুষ এখন পেট্রোল ডিজেলের পরিবর্তে Ev ভেহিকলের দিকে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ভারতে বৈদ্যুতিক যানবাহনের জনপ্রিয়তা ক্রমে বাড়ছে। সেটা দুই চাকার বাহনের ক্ষেত্রে হোক বা চার চাকার গাড়ির ক্ষেত্রে। মানুষ এখন পেট্রোল ডিজেলের পরিবর্তে Ev ভেহিকলের দিকে বেশি ঝুঁকছে। বেঙ্গালুরু ভিত্তিক সংস্থা ওবেন ইলেকট্রিক জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে তাদের প্রথম বৈদ্যুতিক বাইক ওবেন রোর ইলেকট্রিক টু হুইলারের ডেলিভারি শুরু করেছে বলে জানা যায়। যদিও বৈদ্যুতিক বাইকটি ২০২২ সালের মার্চ মাসে প্রথম চালু হয়েছিল।

Advertisements

বর্তমানে এই ইলেকট্রিক বাইকের মাত্র একটি ভ্যারিয়েন্ট বাজারে লঞ্চ করা হয়েছে। এই প্রতিবেদনে আমরা ওবেন রোর ইলেকট্রিক বাইকের দাম, রেঞ্জ, ব্যাটারি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ওবেন রোর বৈদ্যুতিক বাইকটিতে আমরা ৪.৪ কিলোওয়াট ক্ষমতার একটি লিথিয়াম আয়ন ব্যাটারি দেখতে পাই যা বৈদ্যুতিক এই বাইককে ১৮৭ আইডিসি রেঞ্জ সরবরাহ করতে পারে। জানা যায় , শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে মাত্র ২ ঘন্টা সময় নেয় এই ব্যাটারি।

Advertisements

ওবেন রোর ইলেকট্রিক বাইকটিতে আমরা ৮.৮ কিলোওয়াটের একটি শক্তিশালী মোটর দেখতে পাবো, যা মাত্র ৩ সেকেন্ডে ০ থেকে ৪০ কিমি/ঘণ্টা বেগ পেতে পারে । এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে এই ইলেকট্রিক বাইকের সর্বোচ্চ গতি ১০০ কিমি প্রতি ঘণ্টা। এই মোটরে ৩ বছরের ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি। এই ইলেকট্রিক বাইকটিতে আমরা অনেক চমৎকার ফিচার দেখতে পেতে চলেছি যেমন, ৬/ ৫ ইঞ্চি ডিসপ্লে, নতুন ক্লাসিক ডিজাইন, অ্যাডজাস্টেবল সাসপেনশন সিস্টেম, শক্তিশালী ব্রেক, অ্যাপের সঙ্গে সংযুক্ত।

Oben Rorr ev

ওবেন রোর ইলেকট্রিক বাইকটি এই মুহুর্তে শুধুমাত্র একটি সংস্করণে লঞ্চ করা হবে এবং জানা যাচ্ছে এর এক্স-শোরুম দাম হবে ১ লক্ষ ৪৯ হাজার ৯৯৯ টাকা।

Advertisements