Duke-KTM এর দিন ঘনিয়ে এসেছে, একাই বাজারে রাজ করতে আসছে Pulsar NS 250

অটোমোবাইল বাজারে পালসার প্রত্যেক যুবার প্রথম পছন্দ হয়ে উঠেছে। বাজাজ কোম্পানির এই শক্তিশালী বাইকটি সবাই কিনতে পছন্দ করে। কারণ বাজাজ কোম্পানি প্রায়ই অনেক ফিচার নিয়ে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

অটোমোবাইল বাজারে পালসার প্রত্যেক যুবার প্রথম পছন্দ হয়ে উঠেছে। বাজাজ কোম্পানির এই শক্তিশালী বাইকটি সবাই কিনতে পছন্দ করে। কারণ বাজাজ কোম্পানি প্রায়ই অনেক ফিচার নিয়ে তার বাইক আপডেট করে থাকে। শুধু তাই নয়, এসব বাইকের দামও এমন একটা রাখা হয় যাতে সমাজের সব শ্রেণির মানুষই তা কিনতে পারবেন। একইভাবে পালসারের আপডেটেড বাইকটি লঞ্চ হতে চলেছে। এর নাম হবে বাজাজ পালসার এনএস২৫০। আপনিও যদি বাজাজ পালসার এনএস২৫০ কেনার অপেক্ষায় থাকেন, তাহলে জেনে নিন এর ফিচার ও দাম সম্পর্কে।

Advertisements

বাজাজ পালসার এনএস ২৫০ বাইকটিতে বেশ কিছু ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। এতে সামনের দিকে ইউএসডি ফোর্ক এবং পেছনে মনোশক সাসপেনশন দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া ১৭ ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় হুইল এবং উভয় চাকায় ডিস্ক ব্রেক সিস্টেম সহ ডুয়াল চ্যানেল এবিএস দেখতে পাবেন। বাজাজ পালসার এনএস ২৫০ এর ডাইমেনশন এর কথা বলতে গেলে এর হুইলবেস ১৩৫১ মিলিমিটার। বাইকের সিট হাইট ৭৯৫ মিলিমিটার।

Advertisements

Bajaj Pulsar NS 250

বাজাজ পালসার এনএস ২৫০ এর ইঞ্জিনের কথা বলতে গেলে, আপনি একটি ২৪৮.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি ফুয়েল ইনজেকশন লিকুইড-কুল্ড ইঞ্জিন পাবেন। এটি ৩১ পিএস পাওয়ার এবং ২৭ এনএম পিক টর্ক উত্পাদন করে। এই বাইকের ইঞ্জিনের সঙ্গে যুক্ত রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। নতুন বাজাজ পালসার এনএস ২৫০ বাইকের দাম হতে চলেছে ১.৬০ লক্ষ থেকে ১.৭০ লক্ষ টাকার মধ্যে (এক্স শোরুম)। ইয়ামাহা আর১৫, কেটিএম, ডিউকের মতো গাড়ির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই বাইকটি।

Advertisements