ভারতে মুদ্রার ইতিহাস বহু পুরানো। তবে আমাদের দেশে নোটের ইতিহাস খুব বেশি পুরানো নয়। মুদ্রার ইতিহাস হাজার হাজার বছরের পুরানো বলে আমরা জানি। কিন্তু প্রচলিত নোটের ব্যাপারেও সব কিছু জানি আমরা? আজ আমরা আপনাকে ভারতের মুদ্রা সম্পর্কিত একটি তথ্য বলতে চলেছি। আপনারা নিশ্চয়ই ভারতে কারেন্সি নোট দেখেছেন। তাদের সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হয় এবং মহাত্মা গান্ধীর ছবি সহ অনেক ধরণের ছবি থাকে নোটের ওপর।
ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) ভারতের মুদ্রার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে। রিজার্ভ ব্যাংক নোট এবং কয়েন উভয়ই পরিচালনা করে। ভারতে নোটে গান্ধীজির ছবি থাকে। ১৯৬৯ সালে ভারতে প্রথমবারের মতো নোটে মহাত্মা গান্ধীর ছবি ছাপা হয়। নোটে রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক মুদ্রিত প্রথম ছবিটি ছিল জন্মশতবার্ষিকী মেমোরিয়াল ডিজাইনের এবং সেই ছবির পিছনে সেবাগ্রাম আশ্রমও নির্মিত করা হয়েছিল। মহাত্মা গান্ধীর ছবির আগে নোটে অশোক স্তম্ভের ছবি ছাপা থাকতো। আজ আমরা আপনাদের জানাতে চলেছি যে ভারতের পুরনো ১০০ টাকার নোটের পিছনে কোন পাহাড়ের ছবি আমরা দেখতে পাই।
আপনি কি কখনও ভেবে দেখেছেন যে কেন ১০০ টাকার নোটের পিছনে এটা কোন পাহাড়ের ছবি দেওয়া রয়েছে, কেন কোনও গ্রামের ছবি বা অন্য কোনও ছবি নেই? অনেকেই হয়তো জানেন না ছবিটি কোন পাহাড় থেকে নেওয়া হয়েছে। তাই আসুন চট করে জেনে নিন। অনেকেই বলতে পারবেন না। ১০০ টাকার নোটের পিছনে রয়েছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গের ছবি। নোটে যে ছবিটি দৃশ্যমান তা হল কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়া। এই ছবিটি সিকিমের পেলিং থেকে তোলা হয়েছিল বলে জানা যায়।
এই পর্বতটি ভারতের সিকিম রাজ্যের উত্তর-পশ্চিমে নেপাল দেশের সীমান্তে অবস্থিত। এর উচ্চতা ৮,৫৮৬ মিটার এবং এটি হিমালয় পর্বতমালার একটি অংশ। কাঞ্চনজঙ্ঘা বাঙালিদের অন্যতম প্রিয় দ্রষ্টব্য পর্বত শৃঙ্গ।