মাথার ওপর দিয়ে প্লেন বা হেলিকপ্টার উড়ে গেলে এখনও অনেকে একবার চোখ তুলে আকাশের দিকে। সবার পক্ষে আকাশ পথে ভ্রমণ করা সম্ভব হয় না। কিন্তু আকাশে ওড়ার শখ কার না আছে বলুন। শখ থাকলেই তো আর হল না, পকেটের সামর্থ্য থাকা চাই। সবাই অবশ্য এই প্রবাদ বাক্য থেমে থাকতে চান না। বরং অনেকের জীবনের মন্ত্র, ইচ্ছা থাকলেই উপায় হয়।
আকাশ যান ইঞ্জিনিয়ারিংয়ের দারুণ একটা উদাহরণ। কতো বছরের গবেষণার পর আবিষ্কার হয়েছিল উড়োজাহাজের। কিন্তু ওই যে, ইচ্ছা থাকলেই উপায় হয়। তাই হাতের কাছে থাকা সরঞ্জাম দিয়েই একজন বানিয়ে ফেলেছেন আস্ত একটা হেলিকপ্টার। যেটা আকাশে উড়তে পারে। দেশীয় উপায়ে তৈরি এই হেলিকপ্টার এখন রীতিমত ভাইরাল।
ভাইরাল হওয়া এই ভিডিওটি এই প্রথম প্রচারের আলোকে এসেছে এমনটা নয়। বরং ভাইরাল হওয়া এই ভিডিওটি এক নয়, দুই বছরের পুরানো। ব্রাজিলের এক ব্যক্তি হেলিকপ্টার তৈরিতে দেশীয় জুগাড় পদ্ধতি অবলম্বন করেছে। তিনি সাধারণ একটি গাড়ির ইঞ্জিন বসিয়ে তৈরি করেছেন আস্ত একটি হেলিকপ্টার। যেটা রীতিমত আকাশে ওড়ার ক্ষমতা রাখে। এই বিষয়টি আপনার কাছে কিছুটা অদ্ভুত মনে হতে পারে, তবে এটাই বাস্তব। আসলে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমে জনপ্রিয়তা লাভ করেছে পর মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে। অনেক নেরিজেন এখনও বুঝে উঠতে পারছেন না হয়েছে যে কেউ কীভাবে এমন কিছু উদ্ভাবন করতে পারেন শুধুমাত্র একটি সাধারণ গাড়ির ইঞ্জিনকে কাজে লাগিয়ে।
Homem no interior do RN constrói helicóptero com restos de carros e motor de fusca, faz teste e decola. pic.twitter.com/4zpS1jvy9p
— Меndes (@MendesOnca) December 9, 2021
আপনি এই ভিডিওতে দেখতে পাবেন যে এই ব্যক্তি প্রথমে ধীর গতিতে রাস্তার ওপর এই বাহনটি চালাতে শুরু করেছেন। এরপর ধীরে ধীরে গতি পাওয়ার পর হেলিকপ্টারটি আকাশে উড়তে শুরু করে দেয়। এক মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি ভক্সওয়াগেন বিটল ইঞ্জিন দিয়ে এই হেলিকপ্টারটি তৈরি করেছেন। আসলে এই ভিডিওতে লেখা ক্যাপশনে দেখা যাচ্ছে, গাড়ির ইঞ্জিন থেকে হেলিকপ্টার বানিয়েছেন ওই ব্যক্তি। মানুষ এই ভিডিওটি খুব পছন্দ করেছে। টুইটারে @MendesOnca নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। এখনও না দেখলে থাকলেও আপনিও প্লে করে দেখে নিন ভিডিওটি।







