আশ্চর্যজনক হারে কমলো সোনার দাম, জলের দরে আজকেই কিনুন 24 ক্যারেটের স্বর্ণ

বর্তমানে ভারতীয় বাজারে যখন প্রত্যেকটি দ্রব্যের মূল্য উর্ধ্বমুখী, তখন আশ্চর্যজনকভাবে কমে গেছে স্বর্ণের দাম। 24 ক্যারেটের স্বর্ণ হোক কিংবা 22 ক্যারেটের, দুশ্চিন্তা মুক্ত হয়ে কিনতে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারতীয় বাজারে যখন প্রত্যেকটি দ্রব্যের মূল্য উর্ধ্বমুখী, তখন আশ্চর্যজনকভাবে কমে গেছে স্বর্ণের দাম। 24 ক্যারেটের স্বর্ণ হোক কিংবা 22 ক্যারেটের, দুশ্চিন্তা মুক্ত হয়ে কিনতে পারবেন এই অমূল্য সম্পদটি। আর কিছুদিন পরেই শুরু হবে ভারতে উৎসবের মরশুম। সেই সময় ধাপে ধাপে বৃদ্ধি পাবে স্বর্ণের দাম। যদি সময়ের সদ্ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আজকেই কিনে ফেলুন সাধ্যমত স্বর্ণ।

Advertisements

আপনারা নিশ্চয়ই জানেন যে, স্বর্ণ এমন একটি মহামূল্যবান ধাতু যা দুঃসময়ে মানুষের বন্ধু হয়ে ওঠে। ফলে আজকেই খুব সস্তায় কিনে ফেলুন প্রয়োজনমতো স্বর্ণের গহনা। আমরা জানিয়ে রাখি, বর্তমানে ভারতের বাজারে 24 ক্যারেট স্বর্ণের পাশাপাশি 22 ক্যারেটের স্বর্ণের দাম কমেছে। দেশের বুলিয়ন বাজারে, 24 ক্যারেট সোনার দাম 58,520 টাকা রেকর্ড করা হয়েছে, যেখানে 22 ক্যারেট (10 গ্রাম) এর দাম 53,610 টাকা রেকর্ড করা হয়েছে।

Advertisements

আপনি যদি পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতার বাসিন্দা হন, তবে আজকের নিবন্ধটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমরা আজকে কলকাতায় প্রতি 10 গ্রাম স্বর্ণের মূল্য কত তা জানতে চলেছি। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় 24 ক্যারেট সোনার দর রেকর্ড করা হয়েছে 59,020 টাকা, যেখানে 22 ক্যারেটের (10 গ্রাম) দর রেকর্ড করা হয়েছে 54,100 টাকা। এছাড়া আপনি চাইলে 8955664433 নম্বরে মিসড কল দিয়ে সহজেই স্বর্ণের দাম সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবেন।

Advertisements