রিজার্ভেশন ছাড়াই ভ্রমণ করুন স্লিপার কোচে! দিতে হবে না কোন জরিমান, জেনে নিন ভারতীয় রেলের অজানা নিয়ম

ভারতের সবচেয়ে বড় পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ ভারতীয় রেলওয়ের সুবিধা ব্যবহার করেন না, এমন মানুষের সংখ্যা নেহাত কম। সবচেয়ে কম খরচে আরামদায়ক ভ্রমণ একমাত্র ভারতীয়…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতের সবচেয়ে বড় পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ ভারতীয় রেলওয়ের সুবিধা ব্যবহার করেন না, এমন মানুষের সংখ্যা নেহাত কম। সবচেয়ে কম খরচে আরামদায়ক ভ্রমণ একমাত্র ভারতীয় রেলের মাধ্যমে সম্ভব। আর এই জন্য ভারতের প্রত্যেকটি রাজ্য তথা জেলাকে সংযুক্ত করা হয়েছে রেলের নেটওয়ার্কে। অনেকেই ভারতীয় রেলের মাধ্যমে ভ্রমণ করলেও রেলের অনেক নিয়ম সম্পর্কে অবহিত নন। যার ফলে রেলের একাধিক সুবিধা থেকে বঞ্চিত থাকেন তারা।

Advertisements

আপনারা কি জানেন, রিজার্ভেশন ছাড়াও ভারতীয় রেলের স্লিপার কোচে ভ্রমণ করা যায়? শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন? স্লিপার কোচের টিকিট না কেটে সাধারণ টিকিটের মাধ্যমে কিভাবে ভ্রমণ করা সম্ভব? নিশ্চয়ই আপনি ভাবছেন, এমনটা করলে টিকিট পরীক্ষকের দ্বারা জরিমানার সম্মুখীন হবেন আপনি। তবে প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল। ভারতীয় রেলের এমন কিছু স্টেশন রয়েছে, যেখানে জেনারেল ট্রেনের টিকিট কেটে স্লিপার কোচে ভ্রমণ করা যায়।

Advertisements

আমরা প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় রেলের এমন কিছু স্টেশন রয়েছে যেখানে খুব কম মানুষ ট্রেন ব্যবহার করেন। আর সেই সমস্ত অঞ্চলে ট্রেন চালাতে গিয়ে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয় ভারতীয় রেল। কারণ, ওই সমস্ত স্টেশনে ট্রেন ফাঁকা চলে। আর এই সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেল। নির্দিষ্ট কিছু স্টেশনের জন্য সাধারণ টিকিটধারীদের স্লিপার কোচে ভ্রমণের অনুমতি দেয় রেল।

ভারতীয় রেলওয়ের কাছ থেকে তথ্য অনুসারে, দিল্লি এবং দারভাঙ্গার মধ্যে চলা বিহার যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেসে, আপনি চাইলে সোনপুর থেকে দরভাঙ্গার মধ্যে স্লিপার কোচে সাধারণ টিকিটে ভ্রমণ করতে পারেন। এছাড়াও, দিল্লি এবং সহরসার মধ্যে চলমান বৈশালী এক্সপ্রেসে, আপনি স্লিপার কোচে সাধারণ টিকিটে সোনপুর থেকে বারাউনির মধ্যে ভ্রমণ করতে পারেন। এই সময়ের মধ্যে টিকিট পরীক্ষক আপনাকে ধরলে কোনরকম জরিমানা করবেন না।

Advertisements